বিজয় মানে আনন্দ আর
সবার মুখে হাসি,
বিজয় মানে খুশির ধারা
শান্তি রাশি রাশি।
বিজয় মানে লড়াই শেষে
একটি স্বাধীন দেশ
বিজয় মানে সবাই মিলে
সুখী পরিবেশ।
বিজয় মানে সগৌরবে
বিশ্ব ম্যাপে ছবি
বিজয় মানে সবুজ মাঝে
টুকটুকে লাল রবি।
বিজয় মানে লড়াই করে
বয়ে বেড়াই স্মৃতি
বিজয় মানে প্রাপ্তি অনেক
দেশের তরে প্রীতি।