স্বাগতম নতুন বছর
স্বাগতম দুই হাজার একুশ ,
সকল অশান্তির অবসান হয়ে
পৃথিবীতে আসুক সুখ।
নতুন বছরের নব প্রেরণায়
প্রাণে প্রাণে বাড়ুক হৃদতা ,
সব কঠিনের মোকাবিলা করতে
প্রাণে প্রাণে বাড়ুক সাহসিকতা।
স্বাগতম নতুন বছর
স্বাগতম দুই হাজার একুশ ,
সব অন্ধকার কাটিয়ে পৃথিবী
আলোর হাসিতে হাসুক।