ঠুনকো জীবন ঠুনকো ভুবন
ঠুনকো যত বাঁধন,
ডাক যে এলেই সাঙ্গ হবে
প্রাণের যত সাধন।
একলা একা পড়ে রবে
নিথর দেহ ভবে,
সঙ্গী বিহীন চলে যাবো
পালকি নিয়ে রবে।
আমায় ঘিরে আহাজারি
বড়ই পাতার জল,
গোসল হবে নতুন কাপড়
কে পরাবে বল?
সবার মুখে রবের ধ্বনি
আমি রবো চুপ
আমায় খুঁজে পাবে না কেউ
মাটির নিচে ডুব।
নিত্য জীবন ভবের মায়ায়
মগ্ন হয়ে রয়
হিসেব খাতায় শূন্য আমার
যাবার বেলায় ভয়।