বন্ধুধন, সোনার চাঁন্দ
বন্ধুধন, সোনার চাঁন্দ
একবার আসি ঘুরি যান,
খায়্যা যান গুয়্যা পান
শুনি যান ভাওয়াইয়া গান।।
বন্ধুধন, রসিক চাঁন্দ
একবার আসি ঘুরি যান,
রংপুরিয়া ভাওয়াইয়া গান
পরাণ ভরি শুনি যান।।
নমরুদ্দিনের দোতরার ডাং
ফাটে হামার হিয়া পরাণ,
আব্বাস ভাইয়ের ভাওয়াইয়া গান
জুড়িয়া যায় মন-প্রাণ।।
বন্ধুধন, সোনার চাঁন্দ
রংপুর আসি ঘুরি যান,
কছিমুদ্দিনের ভাওয়াইয়া গান
পরাণ ভরি শুনি যান।।
ক্যামন দিন আসিল রে ভাই
ক্যামন দিন আসিল রে ভাই
জীবনের কোনো দামে যে নাই।
কোটি পতি লাখো পতি
কামার কুমার জেলে তাতী,
কার জীবনে কী আছে
বিধির বিধান সংবিধানে।
বিধি বড় বৈমুখ আজ
কিসের শরম কিসের লাজ,
বৌদ্ধ-খ্রিষ্টান হিন্দু-মুসলমান
কারো জীবনের নাই দাম।
মুখের হাসি নিয়া গেইল
ফ্যালেয়া চোখের জল,
জীবন নিয়া খেলা আইজ
সউগেই হামার কর্মের ফল।
আরে, ও বন্ধু রাখালিয়া রে
আরে, ও বন্ধু রাখালিয়া রে
ঘাটোত বসি, না বাজান বাঁশি
মন মোর আউলিয়া যায় রে।
ওরে নদীর শোভা উতাল বান
রাইতের শোভা আকাশের চান্দ
বন্ধু, ও শ্যাম কালিয়া রে
ঘাটোত বসি, না বাজান বাঁশি
মন মোর আউলিযা যায় রে।
আজি, গরু চড়ান ঘাটোত বসি ও
বন্ধু, পিরিত করির বাদে
ওরে, মুই যুবতী ক্যামনে যাইম মুই
মাও বাপ যদি নাদে।
বন্ধু,ও শ্যাম কালিয়া রে
ঘাটোত বসি, না বাজান বাঁশি
মন মোর আউলিযা যায় রে।
আজি গোসা হইলেন ক্যানে বন্ধু
আজি গোসা হইলেন ক্যানে বন্ধু
বেজার হইলেন ক্যানে,
মন কান্দে মোর তোমার কতা শুনি
না জানে মোর মনে।।
আজি গোসা হয়া পর করিলেন
মন গেইল মোর আউলিয়া,
বাপো গেইছে মাওয়ো গেইছে মোর
না পাইম থাকির তোমাক ভুলিয়া।।
আষাঢ় মাসের দ্যাওয়ার মতোন
ঝরে মোর হিয়া,
গোসা করিয়া চলিয়া গেইলেন
চোখের জল ফ্যালেয়া।।
গরুর গাড়ি নাইরে আজ
গরুর গাড়ি নাইরে আজ
হালুয়ার নাই হাল,
কারো ভাল নাইরে বন্ধু
দিনটায় আসিল কাল।
খাল-বিল নাইরে আজ
নাইরে নদীত নাও,
মনে মনে নাইরে মিল
সবার হইছে ভাও।
কপাল দোষে ভাঙিল ঘর
মধ্য নদীত বালুচর,
সগাই মোক ছাড়িয়া গেইল
আপন হইল পর।
আরে ও, ওমোর কালারে কালা
আরে ও, ও মোর কালা রে কালা
তুই কালা মোক, না যাইস রে ছাড়িয়া।
ক্যানে কালা মোক, ছাড়িয়ারে যান
না যান কালা মোক দিয়া হান রে।
কতই কতা কইছোং, নাই হন গোসা
আইজ ক্যানে কালা, ছাড়িলেন রে আশা।
আরে ও, ওমোর কালারে কালা
তুই কালা মোক, না যাইস রে ছাড়িয়া।
যাইবেন কালা যদি, ফ্যালেয়া ছাড়ি
থুইয়ে যাও কালা, প্রাণে মারি রে।
আরে ও, ওমোর কালারে কালা
তুই কালা মোক, না যাইস রে ছাড়িয়া।
লেখক-ভাওয়াইয়া গবেষক ও প্রাবন্ধিক