তোমার ভোরের কুয়াশার চাদরে
আমি শিশিরে ভেজাই পা
একমুঠো লাল আভায় রাঙানো
পূবালী প্রাতের রক্তিম গা।
তোমার নীল নিঃসঙ্গ বুকে আমি
উড়ে চলা একাকী বলাকা
বৃষ্টির শেষে সাতরঙে রাঙানো
রংধনুর রঙিন ছবি আঁকা।
তোমার শান্ত নদীর বুকে আমি
পূবালী বাতাসের আল্পনা
আবার বর্ষা রাতের ঝর্ণা আমি
একাকীত্বের মুখরিত মূর্ছনা।
তপ্ত দুপুরে রোদ-স্নান সেরে আসা
আমি ক্লান্তির এক কবিতা
আবার সূর্যাস্তের আবীর রাঙানো
গোধূলীর অবহেলিত কথা।
সাঁঝ আকাশের ধ্রুবতারা তোমার
আমি রাতের আঁধার
নীরব কাহিনী আছে যত সব
অলিখিত কবিতার।