নদীর বুকে জাহাজ চলে নৌকা চলে পালে
ডিঙি চলে ছোট ছোট ঢেউয়ের তালে তালে।
প্রাণে বাজে মুগ্ধতা সুর মাঝিমাল্লার গানে
কলকল শব্দ শুনি নদীর কলতানে।
দুই সারিতে ছোট বড় যাত্রী বসা থাকে
যাত্রীবাহী নৌকা চলে কর্ণফুলির বাঁকে।
মনটা সদাই কাঁপে ডরে নদী পারাপারে
না জানি সেই অথৈ জলে টেনে নেয় আমারে।
মনে কত আশা নিয়ে ছুটি নিরবধি
নদীখেকো খায় না যেন কর্ণফুলি নদী।