এক. যুগলবন্দি
তুমি যখন হেঁটে যাও, আমি ছায়া হয়ে পাশে রই
তুমি যখন চলে যাও, আমি স্মৃতি হয়ে কথা কই
যুগে যুগে যুগান্তরে, আমরা যুগলবন্দি হয়ে রই।
দুই. স্পর্শ
তোমার হাতের স্পর্শে, আমি প্রাণ ফিরে পাই;
তোমার হাতের স্পর্শে, আমি প্রেমের গান গাই;
তুমি যখন হাত সরিয়ে নাও, আমি মৃত হয়ে যাই;
চিরকাল ওগো বন্ধু, হাতের উপর হাতের পরশ চাই।
তিন. বঁধু
সারা রাত ঘুম আসেনি, তোমার চুলের সুবাসিত গন্ধে
যাচ্ছো কোথায় নূপুর পায়ে, বাহ্ বাহ্ কী দারুণ ছন্দে
কেমন করে গান করো গো তুমি, আহা হৃদয় নাচে রঙ্গে
ওগো বঁধু একটু দাঁড়াও, আমায় নাও গো তোমার সঙ্গে।