কুহেলিকা ভেদ করে স্ফুলিঙ্গ মত বেরিয়ে আসা…
প্রভাতের অাদিত্য তোমাকে অভিবাদন!
প্রিয়ার মৃদু হাসির মত,
ধবধবে পৃথিবীকে করেছো দীপ্ত।।
কুয়াশার স্নিগ্ধতা অঙ্কিত করে! যখন তুমি চলো অনাবৃত পায়ে?
শিশিরে ভেজা ঘাসগুলো তোমাকে জানায় অভিবাদন।
চলো হারিয়ে যাই,হারিয়ে যাই গভীর অরণ্যে ।।
একমুঠো অনীল এসে তোমাকে জানিয়ে দেয়..তুমি হাস, তুমি বিস্ফারিত কণ্ঠে হাসো,পারাবারে উত্তাল ঢেউ এর মত; তোমার খোলা চিকুর উড়ে বেরায় উন্মাদ হয়ে।
অম্বরের ভারীবর্ষণ তোমাকে জানায় অভিবাদন!
হে মোর উদ্ভাসিত প্রিয়তমা।।